স্টাফ রিপোর্টার: রাজবাড়ী জেলা ভোক্তা সংরক্ষণ অধিদফতরের অভিযানে দুই প্রতিষ্ঠান মালিক কে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রাজবাড়ী জেলা ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে ১১ই সেপ্টেম্বর (সোমবার) অভিযানে শহরের ১নং রেইলগেট এলাকার সেলিম স্টোরের মালিক কে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধে এক হাজার টাকা ও সদর উপজেলার নতুন বাজার মুরগী ফার্ম এলাকার মেসার্স জাবির মেডিকেল হলের মালিক কে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারার লঙ্ঘনজনিত অপরাধে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য সরকার নির্ধারিত বিধির অধীন যথা নিয়মে ক্রয়-বিক্রয় করার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়। জেলা প্রশাসন রাজবাড়ী ও জেলা চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ এর সহায়তায় এবং জেলা ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ ও পৌর স্যানিটারী ইন্সপেক্টর রাজবাড়ী সদর পৌরসভা রাজবাড়ী- এর অংশগ্রহণে উপর্যুক্ত তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান রাজবাড়ী জেলা ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান ।