উজ্জল হোসেন,পাংশা: জন্ম থেকেই দু হাত নেই, তবুও দমে যাননি রাজবাড়ীর কালুখালী উপজেলার হাবিবুর রহমান। পিএসসি, জেডিসি ও দাখিল পরিক্ষায় পা দিয়ে লিখেই রেখেছেন কৃতিত্বের সাক্ষর। এবার মানবিক বিভাগ থেকে এইচ এস সি (আলিম) পরীক্ষা দিচ্ছেন হাবিবুর।
হাবিবুর কালুখালী উপজেলার মৃগি ইউনিয়নের কৃষক আব্দুস সামাদ ও গৃহিনী হেলেনা খাতুন দম্পতির ছেলে। তিন মেয়ে ও এক ছেলের মধ্যে হাবিবুর তৃতীয়। ২০০৩ সালের পহেলা মার্চ জন্মের পর তার পরিবারে বিষাদ নেমে আসলেও থেমে যায়নি লেখাপড়া। ধীরে ধীরে হয়ে উঠেন আত্ববলিয়ান।
নিজ গ্রাম হেমায়েতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে পাংশা উপজেলার পাট্টা ইউপির পুঁইজোর দাখিল মাদ্রাসায় শুরু করেন মাধ্যমিকের শিক্ষা জীবন। ওখান থেকেই দাখিল শেষে এবার দিচ্ছেন আলিম পরীক্ষা। বড় মাওলানা হয়ে স্বপ্ন পূরণ করতে চান বাবা মায়ের। দেখিয়ে দিতে চান ইচ্ছের কাছে বাধা নয় শারিরীক প্রতিবন্ধকতা।
হাবিবুরের পিতা আব্দুস সামাদ বলেন, আমি কষ্ট করে ওকে লেখাপড়া শিখাচ্ছি। সকলের সহযোগিতা নিয়ে আমি আমার ছেলেকে বড় আলেম বানাতে চাই।