বালিয়াকান্দি প্রতিনিধি:রাজবাড়ীর বালিয়াকান্দিতে মৎস্য অধিদপ্তরের অভিযানে দেড় লক্ষ টাকা মূল্যের ১ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও মজিদ নামের ১ জন অবৈধ জাল বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নাফ জানান, (১৮ আগস্ট) বৃহস্পতিবার সকালে উপজেলার নারুয়া বাজার ও এলেঙ্গাডাঙ্গী মাঠ থেকে প্রায় দের লক্ষ টাকা মূল্যের ১ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে ও মতিন নামের এক অবৈধ জাল বিক্রেতাকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বিহী ম্যাজিস্ট্রেট আম্বিয়া সুলতানা। এসময় মৎস্য দপ্তর ও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।