Saturday, December 21, 2024

দেশে করোনাভাইরাসে শনাক্ত ১৪৪

ঢাকাঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কোনো ব্যক্তির মৃত্যু হয়নি। ফলে করোনায় মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৩১২ জনে অপরিবর্তিত থাকল।

এ সময়ের মধ্যে ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৮ হাজার ৬৪৪ জনে।

শনিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৫৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫০ হাজার ৮৪৩ জন। ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৫৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৩৫৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ২৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ।

-+-

Dhaka: No person has died of coronavirus in the country in the last 24 hours. As a result, the number of deaths due to Corona remained unchanged at 29 thousand 312 people.

During this period, 144 people have been diagnosed with corona. With this, the total number of identified patients stands at 20 lakh 8 thousand 644.

This information has been reported in the regular press release on Corona on Saturday (August 13) from the Department of Health.

According to the notification, 456 people have recovered from Corona in 24 hours. So far 19 lakh 50 thousand 843 people have recovered. 3 thousand 355 samples were collected in 24 hours. 3 thousand 357 samples were tested. The detection rate against the test is 4.29 percent. The total detection rate since the beginning of the epidemic is 13.69 percent.

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here