Tuesday, April 29, 2025

দোকানে মিলল ৩৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী শহরের স্টেশন সড়ক সংলগ্ন বড় বাজারে অভিযান পরিচালনা করে শামীম নামে এক পলিথিন ব্যাবসায়ীকে ১৫হাজার টাকা জরিমানা করা হয়েছে এ সময় তার দোকান থেকে ৩৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে ।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ অভিযান পরিচালনা করা হয় ।

এ সময় স্টেশন সড়ক সংলগ্ন শামীম নামে এক ব্যাবসায়ীর দোকান থেকে নিষিদ্ধ ৩৯৫ কেজি পলিথিন জব্দ করা হয় এবং ১৫ হাজার টাকা জরিমানা করা হয় । এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ খান। মোবাইল কোর্টে প্রসিকিউশন করেন রাজবাড়ী পরিবেশ অধিদফতরের সহকারি পরিচালক মো: হারুন-অর-রশিদ ।

মো: হারুন-অর-রশিদ বলেন, আমাদের কাছে তথ্য ছিলো দীর্ঘদিন ধরেই শামীম নামে ব্যাক্তি নিষিদ্ধ পলিথিনের ব্যাবসা করে আসছে ।গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নিষিদ্ধ পলিথিনের বিষয়ে এরুপ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ‘

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here