Saturday, December 21, 2024

দৌলতদিয়ায় জেলা প্রশাসনের ঈদ উপহার বিতরণ

গোয়ালন্দ সংবাদদাতা: ঈদকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পূর্ব পাড়ার (যৌনপল্লী) সুবিধা বঞ্চিত ৫শত পরিবারকে ঈদ উপহার দিয়েছেন জেলা প্রশাসক আবু কায়সার খান।

গতকাল মঙ্গলবার (২৭ জুন) সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তি মহিলা সমিতির হলরুমে দৌলতদিয়া পূর্ব পাড়ার সুবিধাবঞ্চিত অসহায় যৌনকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পাঁচশত পরিবারকে ২০ কেজি করে চাউল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুবর্ণা রানী সাহা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সি, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, দৌলতদিয়া নারী ঐক্য পরিষদের সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম সহ অনায়ন্যরা এ সময় উপস্থিত ছিলেন ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here