Sunday, January 12, 2025

দৌলতদিয়ায় হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক

মোজাম্মেল হক লালটু, গোয়ালন্দ: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া দৌলতদিয়া রেলস্টেশন বটতলার পূর্ব পাশে নুরু মন্ডলের মোটর সাইকেল পাকিং গ্যারেজের সামনে ইটের রাস্তার উপর থেকে নুরুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

বৃহস্প্রতিবার ৮ ডিসেম্বর এক এজহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ী মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার গোলাপনগর গ্রামের শামীম শিকদার ও কুব্বাত শিকদারের বাড়ী সংলগ্ন মুনছুর আলীর ছেলে।

এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযান পরিচালনা করে রাত ১০ টার সময় রেলস্টেশস্থ বটতলা পূর্ব পাশে নুরু মন্ডলের মটর গ্যারেজের সামনের ইটের রাস্তার উপর থেকে ৪০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।যার অনুমান মূল্যে ৪০,০০০ চল্লিশ হাজার টাকা।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ৮(ক) ধারায় মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here