Saturday, December 28, 2024

দৌলতদিয়ায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ২৫পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। বৃহপ্রতিবার (২ সেপ্টেম্ববর) দুপুরে এক এজাহার এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক ব্যাবসায়ী বাহিরচর দৌলতদিয়া শাহাদত মেম্বার পাড়ার মাদার কাজীর ছেলে মো. সবুজ কাজী (২২)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহপ্রতিবার গোয়ালন্দ ঘাট থানার এস আই ইমামুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ উত্তর দৌলতদিয়া রেলষ্টেশন সংলগ্ন ঢাকা মানিকগঞ্জ পাবনা শামীম বোডিং সামনে ইটের সলিং রাস্তার উপর অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিত জানতে পারেএকজন লোক অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের বিষয়টি অফিসার ইনচার্জ মহোদয়কে অবগত করিয়া তাহার নির্দেশে মাদক ব্যাবসায়ী কে আটক করা হয় এবং আসামির পরিহিত প্যান্টের ডান পকেট হইতে একটি সাদা রঙের পলিথিনে মোড়ানো ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ধৃত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহপ্রতিবার দুপুরে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here