বিশেষ প্রতিনিধিঃ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে সকাল সোয়া দশটা ৪ ঘণ্টা বন্ধের পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (১২ জানুয়ারি ) দিবাগত ভোর সোয়া দিকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। সকাল সোয়া ১০টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।
এদিকে ভোর পাঁচটার পর পাটুরিয়া ঘাট থেকে আসা খান জাহান আলী ও শাহ মখদুম নামের দুটি রো রো ফেরি মাঝনদীতে আটকা পড়ে। দুর্ভোগের শিকার হচ্ছেন নৌপথে আটকা পড়া দুটি ফেরির যানবাহনের যাত্রী ও চালকেরা।
এদিকে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাটপ্রান্তে আটকা পড়ে কয়েকশ’ যানবাহন। এতে দুর্ভোগে পড়েন যানবাহনের যাত্রী ও চালকরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহ ব্যবস্থাপক (বাণিজ্য) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ভোর সোয়া পাচটা থেকে সকাল সোয়া ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।চার ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে।
srj/gl/rj