মোজাম্মেলহক লালটু, গোয়ালন্দ : দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে টানা ৫১ ঘন্টা পর সোমবার সকাল থেকে পুনরায় এই নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। এতে লঞ্চ পারাপার হতে আসা যাত্রীদের মনে স্বস্তি ফিরে আসতে দেখা গেছে।এর আগে ঘূণিঝড় মোখার প্রভাবপড়ার আশাস্কায় এই নৌরুটে দূর্ঘটনা এড়াতে গত শনিবার লঞ্চ চলাচল বন্ধ করে দিয়ে ছিলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার ১৫মে সকালে লঞ্চ চলাচলের বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ’র ট্রফিক পরির্দশক মো. আফতার হোসেন। তিনি বলেন, নৌরুটে দূর্ঘটনা এড়াতে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে টানা ৫১ ঘন্টা লঞ্চ চলাচল বন্ধ ছিলো।
এসময় লঞ্চপারাপার হতে আসা যাত্রী সাধারন চলাচলকারিরা বিভিন্ন ফেরিতে নদী পারাপার হয়েছে। বর্তমানে এই নৌরুটে ১৬ টি লঞ্চ চলাচল করছে।