Monday, December 23, 2024

দৌলতদিয়ায় চাইল্ড ক্লাবে নির্বাচন অনুষ্ঠিত

দৌলতদিয়া যৌনপল্লী কেন্দ্রিক চাইল্ড ক্লাবে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।সোমবার (২৭ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে বেসরকারী উন্নয়ন সংস্থা মুক্তি মহিলা সমিতির (এমএমএস) এর আয়োজনে মুক্তি মহিলা সমিতির মাঠ চত্তরে চাইল্ড ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

চাইল্ড ক্লাবের চেয়ারম্যান পদে দু জন , ভাইস চেয়ারম্যান পদে চার জন , সেক্রেটারী পদে দুজন, সাংগঠনিক সম্পাদক দু জন ক্যাশিয়ার পদে দু জন, ক্রীড়া সম্পাদক দু জন , মেম্বার পদে ছয় জন, মোট বিশ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ক্লাবে মোট ভোটার সংখ্যা ৬৯১ জন তাদের মধ্যে মেয়ে ভোটার সংখ্যা ৩৯৩ জন ও ছেলে ভোটার সংখ্যা ২৯৮ জন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চাইল্ড ক্লাবের চেয়ারম্যান ঝুমুর আক্তার আশার সভাপতিত্বে উর্মি আক্তারে সঞ্চায়নায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, গোয়ালন্দ পৌর মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, ইউপি চেয়ারম্যান আব্দুল রহমান মন্ডল ,মুক্তিযোদ্ধা কালিন কমান্ডার মো. মহাসউদ্দিন বতু, মুক্তি মহিলা সমিতি(এমএমএস )এর নিবার্হী পরিচালক মর্জিনা বেগম,দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক শফিক রশিদ টিটু, সংরক্ষিত মহিলা সদস্য চম্পা ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here