Tuesday, November 19, 2024

দৌলতদিয়ায় মেদিনীপুর বড় হুজুর পাকের চেহেলাম পালিত

  • রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া খানকা শরীফে ভারতের পশ্চিম মেদেনীপুর জেলার বড় হুজুর পাক হযরত সৈয়্যদ শাহ্ রশীদ আলী আল কাদেরী আল হাসান ওয়াল হুসাইনী আল বাগদাদী ওয়াল মেদিনী পুরী( আ:) চেহেলাম পালিত হয়েছে।

শুক্রবার(২৪ সেপ্টেরম্বর) সকাল ৯ টা থেকে দৌলতদিয়া আঞ্জুমানই কাদেরিয়া ভক্তদের ( পীর ভাইবোন) আয়োজনে মাদ্রাসাতু সাবিইল হাসান দাখিল মাদ্রাসা ও খানকা শরীফ মাঠ চত্ত্বরে কোরআন খানি ও মিলাদ মাহফিল দোয়ার আয়োজন করা হয়।
মাদ্রসাতু সাবিইল হাসানের শিক্ষক মাওলানা মো. রোকন উদ্দিন কাদেরী বলেন, গত মাসের ১৬ আগষ্ট বড় হুজুর ইন্তেকাল করেছেন, বড় হুজুর পাক হযরত মুহাম্মাদ (স:) এর ৩৫ তম বংশধর আর বড়পীর আব্দুল কাদের জেলানী ( রা:) এর ২২ তম বংশধর। দিন ব্যাপি প্রায় ২৫ থেকে ৩০ হাজার পীর ভাই বোনদের তবারক খাওয়ানো হয়।
দোয়াও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আঞ্জুমান কাদেরিয়া তরিকার ভারপ্রাপ্ত সভাপতি মো. মাহবুব আলম দুলাল, ইঞ্জিনিয়ার মো. রফিকুল ইসলাম, দৌলতদিয়া খানকা শরীফের সভাপতি মো. মোক্তার হোসেন বেপারী, সহসভাপতি আ. হাই মোল্লা, সাধারন সম্পাদক মো. হেলাল উদ্দিন শেখ, সহ সাধারন সম্পাদক মো.আশরাফুল আলম, কোষাধ্যক্ষ ফজলুল হক,মো, মোকছেদ সরদার প্রমুখ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here