Friday, January 24, 2025

দৌলতদিয়ায় রিলাক্রা প্রকল্পের এক দিনের কর্মশালা অনুষ্ঠিত

মোজাম্মেলহক, গোয়ালন্দ: ‘নিরাপদে স্কুলে ফিরি, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়া গ্রাম কমিটির বিগত সময়ের কার্যক্রমের অগ্রগতি। চ্যালেঞ্জ ওপরবর্তী সময়ে পরিকল্পনা তৈরী বিষয়ে এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৯ জুন সকাল ১০ টার দিকে দৌলতদিয়া কে কেএস স্কুল কনফারেন্স রুমে কর্মজীবী কল্যাণ সংস্থা কেকেএস রিলাক্রা প্রকল্পের সহযোগিতায় সেভ দ্য চিলড্রেনের আয়োজনে সভায় উপস্থিত ছিলেন। সেভ দ্যা চিলড্রেন এডুকেশন প্রজেক্ট ম্যানেজার সাইফুল ইসলাম খান সেলিম, সেভ দ্য চিলড্রেন টেকনিক্যাল স্পেশালিষ্ট ফিরোজা খাতুন, টেকনিক্যাল স্পেশালিষ্ট ওহিয়ার রহমান,
প্রজেক্ট কোঅডিনেটর কেকেএস, এডুকেশন প্রজেক্টের রুমা খাতুন, রিলাক্রা প্রজেক্ট কেকেএস সহকারী প্রকল্প কর্মকর্তা শামসুল হক, রিলাক্রা প্রজেক্ট কেকেএস মিল অদিয়ার আলমগীর হোসেন, শিক্ষিকা মুনমুন আক্তার প্রমুখ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here