মোজাম্মেলহক, গোয়ালন্দ: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে মহিলাসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে দৌলতদিয়া বাজার এলাকায় অবস্থিত বিপ্লবের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো রাজবাড়ী সদর উপজেলার ভবানীপুর এলাকার মো. রুবেল মন্ডলের স্ত্রী মোছা. রত্না খাতুন (৫০) ও দৌলতদিয়া বাজার এলাকার মৃত.রশিদ বেপারীর ছেলে বিপ্লব বেপারী (৪৫) সে সময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। রত্না খাতুন বিপ্লবের বাড়ির ভাড়াটিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে বিপ্লবের বাড়ীতে অভিযান চালিয়ে বাড়ির উঠানের উপর থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক ব্যাবসায় জড়িত থাকার অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়। এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন খকুমার মজুমদার জানান, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার দুপুরে গ্রেফতারকৃত দুই আসামিকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।