Thursday, December 26, 2024

দৌলতদিয়া জয়নাল মৃধা মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ ও হুইল চেয়ার বিতরণ

‘মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য’  এই স্লোগান কে বুকে ধারন করে
মানবকল্যাণে নিয়ােজিত অরাজনৈতিক সামাজিক সংগঠন জয়নাল মৃধা মেমোরিয়াল ফাউন্ডেশন’র পক্ষ থেকে মহামারী করোনা ভাইরাসে বেকার হয়ে বসে থাকা অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও প্রতিবন্ধীদের মাঝে হুইল বিতরণ করা হয়েছে।

সোমবার (৯ আগষ্ট) বিকেল ৫ টায় দৌলতদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সিরাজ খাঁর পাড়া এলাকায় প্রায় ২’শ ৫০ জন অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তেল,আলু, সাবান ও ৫জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জয়নাল মৃধা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি আব্দুস সালাম মৃধা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রফিকুল ইসলাম, দৌলতদিয়া ৭নং ইউপি সদস্য মো. আঃ গফুর খাঁন, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফজলুল হক ব্যাপারী, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জামাল মোল্লা প্রমুখ।

সে সময় জয়নাল মৃধা মেমোরিয়াল ফাউন্ডেশন সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সৌদি প্রবাসী সালমান জেড রহমান বলেন, আমাদের এ সংগঠন মানবকল্যাণে নিয়ােজিত একটি সংগঠন তাই আমরা সব সময় চেষ্টা করি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। এদিকে এবার করােনার সময় ও ঈদে আমরা সংগঠনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ ও করেছি।

উল্লোখ্য, জয়নাল মৃধা মেমোরিয়াল ফাউন্ডেশন বিগত দিনে বিভিন্ন মানবিক কাজে সাহায্য সহযোগীতা করে আসছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here