Thursday, November 21, 2024

দৌলতদিয়া পন্টুনের উপর পানি-নদীতে স্রোত, ব্যাহত হচ্ছে ফেরি চলাচল

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ৪ নং ফেরি ঘাটের পন্টুনে উপর পানি উঠায় ঘাটটি বন্ধ রয়েছে। নদীতে প্রবল স্রোতের কারণে চরম ভাবে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল।
জানাগেছে, গত ২৪ ঘণ্টায় গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে পদ্মার পানি বিপৎসীমার ৫১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।এতে দৌলতদিয়া ৪ নং ফেরি ঘাটের পন্টুনসহ ঘাট এলাকায় পানি উঠায় লোড-আনলোডসহ নানা সমস্যা দেখা দিয়েছে।
অন্যদিকে, নদীর প্রবল স্রোতের কারণে ফেরি চলাচলও চরমভাবে ব্যাহত হচ্ছে। ঘাট এলাকায় পারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক ছোট-বড় যানবাহন। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৮টি ফেরি চলাচল করছে। নদী পারা পার হতে প্রতিটি ফেরির সময় লাগছে দ্বিগুণ নানা দুভোর্গে রয়েছে যানবাহনে চালক, যাত্রী, শ্রমিক, ও ব্যবসায়ীরা।

পাঁড়ের অপেক্ষায় যানবাহন !

ট্রাক চালক মুন্নাফ হোসেন বলেন, আমাদের চরম দুভোর্গ চলছে। শিমুলিয়া-বাংলাবাজার বন্ধ, এখানেও স্রোতের কারণে ফেরি চলে না। অন্যদিকে পন্টুনে পানি থাকায় যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হচ্ছে, কোথায় যাব ভাই।

মানিক মোড়ল বলেন, আমি ট্রাকে পন্য বোঝাই করে নিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশ্য আজ সকালে ৪ নং ফেরি ঘাটের মাথায় এসে ফেরিতে উঠার জন্য দীর্ঘ জ্যামজটে পড়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন,
আপনারা সাংবাদিক শুধু শুনেন, এ সব জ্যামজটের কথা বলে কোন লাভ নেই। আমাদের কোন লাভ হচ্ছে না। ঘন্টার পর ঘন্টা রোডে উপর রোদের মধ্যে আটকে থাকতে হয়।

বিআইডব্লিউটিসির মেরিন বিভাগের এজিএম মো. আব্দুস সাত্তার জানান, পন্টুনে পানি রাতে উঠেছে। আমরা ঘাট হস্তান্তর করব। যেন যানবাহন লোড-আনলোডে কোন সমস্যা না হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here