ঘন কুয়াশার কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কৃর্তপক্ষ।বুধবার দিবাগত রাত ১২টার দিকে সময় কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে দুর্ঘটনা এড়াতে ঘাট কৃতপক্ষ এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়।
আজ বৃহপ্রতিবার সকাল ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। তবে ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে শত শত যানবাহন। এতে করে তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়ছে যাত্রী ও চালকরা। বিশেষ করে শীতের মধ্যে নারী ও শিশুদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ফেরি চলাচল বন্ধ থাকায় কুয়াশার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে নদী পাড়ি দিতে দেখা গেছে অনেক যাত্রীকে তবে ঘাটে দায়িত্বে থাকা প্রশাসনের ভুমিকা ছিলো নিরব। দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-
খুলনা মহাসড়কে প্রায় ৭ কিলোমিটার জুড়ে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কার এবং পন্যবাহী ট্রাকের দীর্ঘ সারি রয়েছে। সকাল ৯টায় থেকে ফেরি চলতে শুরু করায় যাত্রী ও যানবাহনের চালক এবং শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে আসতে দেখা গেছে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সিহাব
উদ্দিন দৈনিক ইনকিলাবকে জানান, রাত ১২.৩০ মিনিট থেকে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট এলাকায় ঘন কুয়াশা পড়তে থাকে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরী চালকদের দৃষ্টিসীমা শূন্যে নেমে আসে। এ কারণে দুর্ঘটনা এড়াতে নৌরুটে ফেরী চলাচল বন্ধ রাখা হয়। সকাল ৯টার দিকে কুয়াশা ঘনত্ব কেটে গেলে পুনরায় ফেরী চলাচল স্বাভাবিক হয়। এই রুটে ছোট বড় ১৬ টি ফেরী চলাচল করছে। আটকে থাকা যানবাহন গুলো পারাপারের শুরু হয়েছে