Friday, January 10, 2025

দৌলতদিয়া যৌনপল্লী ও সেভহোম পরির্দশন করলেন সমাজসেবা অধিদপ্তরের ডিজি

মোজাম্মেল হক, গোয়ালন্দঃ  রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কে কে এস সেভহোম ও যৌনপল্লী পরির্দশন করলেন সমাজসেবা অধিদপ্তরের ডিজি শেখ রফিকুল।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টা দিকে কে কে এস সেভ হোম পরির্দশন শেষে দেশের বৃহত্তর যৌনপল্লী পরির্দশন করেন এবং যৌনকর্মী ও তাদের শিশুদের খোজ খবর নেয়।

সে সময় যৌনকর্মীরা বলেন আমাদের ছেলে সন্তাদের জন্য একটি সেভহোম ও যৌনপল্লীর মধ্যে কয়েকটি ড্রেনসহ চার পাশে একটি বাউন্ডডারি দরকার। ডিজি মহাদয় কে সামনে পেয়ে যৌনকর্মীরা খুবি আনন্দিত হন।

এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.আজিজুল হক খান মামুন, সেভহোম প্রজেক্ট কোং অডিনেটর মো. আমজাদ হোসেন ফকীর, মুক্তিমহিলা সমিতির নিবার্হী পরিচালক মর্জিনা বেগম,বেসরকারী এজিও পায়াক্ট বাংলাদেশ ম্যানেজার মো. মজিবুর রহমান,অসহায় নারী ঐক্য সমিতির সভানেন্ত্রী ঝুমুর বেগম, সেভ দ্যা চিলড্রেন প্রজেক্ট ম্যানেজার মো. রেজাউল করিম,প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু প্রমুখ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here