মোজাম্মেলহক, গোয়ালন্দ: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ ও ফেরি ঘাট পরির্দশন করেন ফরিদপুর অঞ্চলের নৌ- পুলিশ সুপার মো. জসিম উদ্দিন।
রবিবার ৮ এপ্রিল সকাল সাড়ে ১১ টা দিকে দৌলতদিয়া নৌরুট পরির্দশন করে ঘাটের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন তিনি।
জানা গেছে, কাঁঠালবাড়ী ও শিমুলিয়া ঘাটে যানবাহন চলাচল না করার কারনে পন্যবাহি গাড়ি সহ সকল গাড়ি এখানে আসায় চাপ বেড়েছে। গত কাল ২৪ ঘন্টায় ১০ হাজার গাড়ি পারাপার করা হয়েছে। এসময় দৌলতদিয়া ঘাটে অতিরিক্ত যানবাহন ও যাত্রীদের চাপ সালাম দিতে নৌ- পুলিশের বিভিন্ন দিক নির্দেশনা দেন।
নৌ- পুলিশ সুপার মো.জসিম উদ্দিন বলেন, ঢাকাগামী যাত্রীদের নিরাপদে গৌন্তব্য স্থানে পৌঁছানোর জন্য নৌ পুলিশ কাজ করে যাচ্ছে। পাশাপাশি জেলা পুলিশ,র্যাব, সাদা পোশাকধারী প্রশাসন, বিআইডাব্লিউটিসি ও বিআইডাব্লিউটিএ সম্মনয়ে কাজ করে যাচ্ছে। ঘাটে নৌ-পুলিশের ভূমিকা হচ্ছে কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য তৎপরতা রয়েছে। আশা করছি দুই এক দিনের মধ্যে ঘাট ম্বাভাবিক হয়ে যাবে।