Tuesday, December 24, 2024

দ্বিতীয়বারের মতো সেরা কনটেন্ট নির্মাতা হলেন -শাহীন আল মাসুদ

শিক্ষক বাতায়নে  পাক্ষিকের সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হয়েছেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মুহাম্মদ শাহীন আল মাসুদ ।
করোনাকালে তিনি করোনা আক্রান্ত হয়েও বিদ্যালয়ের শিশুদের অনলাইন পাঠদানে যুক্ত রাখার প্রয়াস অব্যাহত রেখেছিলেন। তার কর্মস্পৃহা স্যালুট জানানোর মত। করোনাকালে বাংলাদেশে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে প্রথম অনলাইন স্কুল “বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক” পেজের একজন সম্মানিত এডমিন তিনি। নিজ উপজেলায় “বালিয়াকান্দি অনলাইন প্রাইমারি স্কুল ” পেজের ফাউন্ডার এডমিন তিনি। তাছাড়া রাজবাড়ী অনলাইন স্কুলেরও তিনি একজন এডমিন। বাংলাদেশে শিক্ষকদের সবচেয়ে বড় পোর্টাল শিক্ষক বাতায়ন আজ তাকে যোগ্য স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতি তার অক্লান্ত পরিশ্রম আর আন্তরিকতাকে মূল্যায়িত করেছে।

রাজবাড়ী জেলায় প্রাথমিক শিক্ষকদের মধ্যে তিনি প্রথম সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হলেন।
এর আগে ১৩/০৪/২০১৭ ইং তারিখে সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হয়েছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদরে অবস্থিত শতবর্ষী বালিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ শাহীন আল মাসুদ। রাজবাড়ী জেলার মধ্যে প্রথম প্রাথমিক শিক্ষক পযার্য়ের কোন শিক্ষক সেরা কনটেন্ট নিমার্তা নির্বাচিত হন । সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতার পুরস্কার পাওয়ায় তিনি রাজবাড়ী জেলা তথা বালিয়াকান্দি উপজেলার শিক্ষক সমাজের গৌরব হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা।

“গুনগত শিখন, টেকসই উন্নয়ন” শ্লোগানকে বুকে ধারণ করে ১৯-২১ ডিসেম্বর ৩ দিন ব্যাপী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় (ধ২র) কর্তৃক আয়োজিত কক্সবাজারে সাংস্কৃতিক কেন্দ্রে “জাতীয় শিক্ষক সম্মেলন-২০১৭” এর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তথ্য প্রযুক্তির মাধ্যমে শিশুদের আনন্দদায়ক শিক্ষাদানের উপর “কি হবে ভবিষ্যত শিক্ষা” বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা হয়।

সেরা কন্টেন্ট নির্মাতা, মাল্টিমিডিয়া কনন্টেন্ট প্রতিযোগিতা- ২০১৭ এর সেরা ৩৫ জন শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানগণছাড়াও বিশেষ আই সি টি তে অবদান রেখেছেন এমন উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার ৪ জন, প্রাথমিক জেলা শিক্ষা অফিসার ১ জন, উপজেলা মাধমিক শিক্ষা অফিসার ৪ জন, বিশেষ শিক্ষক ৩ জন সহ মোট ৩০০ জনকে সম্বোর্ধনা দেওয়া হয়।
প্রোগ্রাম স্পেসালিষ্ট ইন আইসিটি ইন এডুকেশন (ইউনেস্কো) ড. জংহাই পার্ক অনুষ্ঠানে উপস্থিত থেকে সেরা কনটেন্ট নিমার্তাদের হাতে পুরস্কার তুলেদেন।

সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমকি শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মহিদ্দীন খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিএম হাসিবুল আলম প্রমুখ। আলোচক হিসাবে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিউদ্দিন খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিএম হাসিবুল আলম, চট্টগ্রাম নওপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক (ইংরেজি) সালসাবিল করিম চৌধুরী উপস্থিত ছিলেন। প্যানেলিস্ট হিসাবে আলোচনা সভায় “কি হবে ভবিষ্যৎ শিক্ষা” বক্তব্য দেন শাহীন আল মাসুদ। মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কাযার্লয়ের (এটুআই) এডভাইজার আনির চৌধুরী। ]

বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদ সুলতানা জানান, এই বিদ্যালয়ের ৭ জন শিক্ষক ডিজিটাল কন্টেন্ট এর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বিদ্যালয়ে নিয়মিত মাল্টিমিডিয়া ক্লাস হয়ে থাকে। বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মুহাম্মদ শাহীন আল মাসুদ সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত। আশা করছি ভবিষ্যতে তিনি আরো ভাল করবেন।
বালিয়াকান্দি উপজেলার সকল শিক্ষকের পক্ষ থেকে সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হওয়ায় মুহাম্মদ শাহীন আল মাসুদকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মো: শহিদুল ইসলাম। তিনি জানান, আমরা খুবই গর্বিত। তার এই সাফল্য অব্যাহত থাকুক। এ বিষয়ে সেরা অনলাইন পারফর্মার শাহীন আল মাসুদ বলেন, আমি ২০১২ সালে তৎকালীন উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ খোরশেদ আলম স্যারের নিদের্শে এডভান্স আইসিটি কোর্সে ১২ দিনের প্রশিক্ষণে অংশগ্রহণ করি। প্রশিক্ষণের পরই আমি নিয়মিত শিক্ষক বাতায়নে কনটেন্ট আপলোড, ডাউনলোড করি। এছাড়াও আমি ২০১৪ সাল জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) ময়মনসিংহ এ ইংরেজি বিসয়ে টেষ্ট আইটেম ডেভেলপার হিসেবে কাজ করছি। এসময় তিনি আরও জানান, রাজবাড়ী জেলার ওঈঞ৪ঊ) এর অ্যাম্বাসেডর হিসেবেও দায়িত্বপালন করছি। করোনা কালীন সময়ে আমি নিয়মিত অনলাইনে পাঠদান করেছি মড়ড়মষব সববঃ এ ক্লাস নিয়েছি, আমি চেষ্টা করেছি যদি একজন শিক্ষার্থীও উপকৃত হয় তাতেও আমি স্বার্থক।

এ সময় তিনি তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের (এটুআই) এই পুরস্কার আমার আগামী কাজকে আরও বেশী উৎসাহ যোগাবে।
শাহীন আল মাসুদ জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী শিক্ষকবাতায়নে ২০২১ সালের মধ্যে ৯ লক্ষ শিক্ষক অন্র্Íভুক্ত হবে। ইতিমধ্যে স্কুল, কলেজ ও মাদরাসা মিলিয়ে প্রায় ৬ লক্ষ শিক্ষক অন্তভুক্ত হয়েছে। যারা নিয়মিত অনলাইনে ক্লাস নিয়েছেন তাদের ক্লাসগুলো বাতায়নের প্রতিদিন আপলোড করে থাকেন। আপলোডকৃত কন্টেন্ট থেকে কনটেন্ট এর মান অনুযায়ী সেরা নির্বাচন করা হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here