স্টাফ রিপোর্টারঃ দেশব্যাপী চলমান ধর্ষণ ও শিশু নির্যাতন এবং ধর্ষণের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ফেস্টুন, প্ল্যাকার্ড দেখা যায় ।
বুধবার (১২ই মার্চ) সকাল ১১ টায় রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে যোগদেন স্থানীয় সহ অন্যান্যরা ।
এ সময় ছাত্রদের পক্ষে বক্তৃতা করেন, শিক্ষার্থী সানজিদা জাহান তিশা, ইসরাত জাহান, মিনা আক্তার, লিজু খানম, সিনথিয়া ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা সম্প্রতি মাগুরায় শিশু সহ সকল ধর্ষণের সুষ্টু বিচার দাবী জানান। পাশাপাশি ধর্ষকদের দ্রত সময়ের মধ্যে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান। ”