স্টাফ রিপোর্টারঃ দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষন, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে রাজবাড়ী সরকারি কলেজ শাখার ছাত্ররা ।
সোমবার (১০ই মার্চ) সকালে রাজবাড়ী সরকারি কলেজ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে কলেজ গেইটের সামনে সড়কে মানববন্ধন করে ।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, রাজবাড়ী কলেজ শাখার ছাত্রদলের সভাপতি তানভীর খান রনি, সাধারণ সম্পাদক রাজন মন্ডল, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, সাবেক সভাপতি টোকন মন্ডল ,সাবেক সাধারণ সম্পাদক রুবেল প্রমুখ। এ সময় কলেজের ছাত্র-ছাত্রীরা মানববন্ধনে অংশগ্রহণ করে ।
এ সময় বক্তারা বলেন , দেশে আজ নারীদের নিরাপত্তা নেই , আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নেই। আমাদের বোনেরা আজ নিরাপদ নেই। তারা আজ ধর্ষনের শিকার হচ্ছে।
সম্প্রতি মাগুরায় ধর্ষনের শিকার শিশু এখনোও হাঁসপাতালে কাতরাচ্ছে। আমরা চাইনা এমন বিকৃত যৌনাচার , দেশে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ডের দাবী জানান বক্তারা।
বক্তারা এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি তুলে ধরেন। দেশে আর যেন কোন নারী ধর্ষনের শিকার না হন, সে জন্য ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা।
একই দিনে রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে ও রাজবাড়ী জেলা মহিলাদলের ব্যানারে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয় । ‘