Sunday, December 22, 2024

নদীতে ইলিশ রক্ষা অভিযানে গিয়ে অস্ত্র উদ্ধার করলো যৌথবাহিনী

স্টাফ রিপোর্টার : মা ইলিশ রক্ষায় যৌথ বাহিনী’র অভিযানে রাজবাড়ীর অন্তর মোড় এলাকা থেকে রাখালগাছি যাবার সময় দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় নদীপথে একটি ট্রলারে স্কুল ব্যাগের মধ্যে থেকে একটি বিদেশী পিস্তল ও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। এ সময় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

২৫ অক্টোবর রাত পৌনে ৮টার দিকে সংবাদ বিজ্ঞপ্তি’র মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজীব।

গ্রেফতারকৃতরা হলো: রাজবাড়ী জেলার কাচরন্দ এলাকার আবু বক্কার মুন্সির ছেলে মো. জীবন্ত মুন্সি, আজাদ শেখের ছেলে নাছির উদ্দিন শেখ, পাবনা জেলার ধারাই এলাকার রহমত সরদারের ছেলে মোহাম্মদ রশিদ সরদার ও পাবনার ঢালার চর এলাকার আনসার মোল্লার ছেলে খায়রুল মোল্লা।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানানো হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here