Monday, April 28, 2025

নদী থেকে ভাসমান অবস্থায় মাথাবিহীন মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীর পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় একটি মস্তক বিহীন মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। রোববার(২৭ এপ্রিল) সকালে জেলার অন্তার মোড় নামক এলাকায় পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি জিহাদ নামে জাহাজ শ্রমিকের বলে দাবী করেছেন স্বজনেরা।

নিহত জিহাদ সরদার রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর বরাট গ্রামের শহিদ সরদারের ছেলে।

নিহতের চাচা কেসমত সরদার জানান, চারদিন আগে ঢাকা থেকে বাড়িতে আসে জিহাদ। বাড়িতে আসার সাথে সাথেই একজনের সাথে দেখা করার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। জিহাদ ঢাকার একটি জাহাজ ( ডগ ) কারখানায় কাজ করতেন।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে নৌ-পুলিশ সদস্যদের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে।’

 

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here