মোজাম্মেলহক, গোয়ালন্দ: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নদী ভাঙন বন্যা কবলিত ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার ২৪ জুলাই বেলা বেলা দুই টার সময় দৌলতদিয়া ভি আই পি রেষ্টহাউস মাঠ চত্তরে বনানী মডেল টাউন রোটারি ক্লাব এর আয়োজনে ২’শত নদী ভাঙন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী হিসাবে ছিলো, ৫ কেজি চাউল, ১ কেজি চিড়া, ৫০০ গ্রাম ডাউল, ৫ টি ওরস্যালাইন, ১প্যাক বিস্কুট।
রোটারি ক্লাবের সভানেন্ত্রী কানিচ ফতেমা চৈতির সভাপতিত্বে শামীম রেজবির সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী ১ আসনের মাননীয় সংসদ সদস্য কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,আওয়ামী মটর চালক লীগের সভাপতি মো. তোফাজ্জেল হোসেন তপু,
গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, মিসেস বাংলাদেশ মুনজারীন অবনী, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল রহমান মন্ডল, উপজেলা আওয়ামী যুবলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও দৌলতদিয়া ২ নং ওয়ার্ডের সদস্য মো. আশরাফুল ইসলাম( আশরাফ) ও আজিজুল প্রমুখ।
rajbarijournal.com
Food items have been distributed among the families affected by river erosion and floods and natural disasters in Daulatdia Union of Golanda Upazila of Rajbari.
On Sunday, July 24, at two o’clock in the afternoon, food items were distributed among 200 river basin families in the organization of Banani Model Town Rotary Club at Daulatdia VIP Resthouse Math Chatter. As food items, there were 5 kg of rice, 1 kg of chira, 500 grams of doul, 5 orsalines, 1 pack of biscuits.
President of Rotary Club Kanich Fatema Chaiti was present as the chief guest in the event under the chairmanship of Shamim Rezbi, Honorable Member of Parliament of Rajbari 1 Constituency Kazi Keramat Ali, President of Awami Motor Chalak League Md. Tofajzel Hossain Tapu,
Mayor of Goland municipality. Nazrul Islam, upazila vice chairman. Asaduzzaman Chowdhury, Mrs. Bangladesh Munzarin Avni, Daulatdia UP Chairman Abdul Rahman Mandal, Social Welfare Affairs Secretary of Upazila Awami Jubo League and member of Daulatdia 2nd Ward. Ashraful Islam (Ashraf) and Azizul etc.