Friday, December 27, 2024

নবাগত ও বিদায়ী জেলা প্রশাসকের সংবর্ধনা 

রাজবাড়ী সার্কিট হাউস সম্মেলন কক্ষে ১২ই জানুয়ারি-২২ বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, রাজবাড়ী কর্তৃক রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগম এঁর বদলিজনিত বিদায় সংবর্ধনা এবং রাজবাড়ী জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খান এঁর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলার বিদায়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার নবাগত জেলা প্রশাসক আবু কায়সার খান ও তার  সহধর্মিনী। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার মাননীয় জাতীয় সংসদ সদস্য খোদেজা নাসরিন আক্তার হোসেন, মহিলা আসন -৪০।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রাণী সাহা, উপজেলা নির্বাহী অফিসারগণ, সহকারী কমিশনার (ভূমি)গণ, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ ও সংশ্লিষ্ট অন্যান্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার  মার্জিয়া সুলতানা,কালুখালী সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসমাইল হোসেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here