মোঃ ইমদাদুল হক রানা,বালিয়াকান্দি: ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুসলিম সাহিত্যিক কালজয়ী উপন্যাস বিসাদ সিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেন এর ১৭৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (১৩ নভেম্বর) সকালে বাংলা একাডেমির আয়োজনে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তার জন্মবার্ষিকী পালিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক আবু কায়ছার খানের সভাপতিত্বে, বক্তব্য রাখেন, বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান, বাংলা একাডেমির মহা পরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা, পরিচালক ডা. কে এম মুজাহিদুল ইসলাম, উপ-পরিচালক ডা.সাহেদ মুনতাজ, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা, রাজবাড়ী মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক ছালাম তাছির,বালিয়াকান্দি মীর মশাররফ সাহিত্য পরিষদের সভাপতি মুন্সি আমির আলী প্রমুখ।
বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্য উপস্থিত ছিলেন।