Wednesday, January 22, 2025

নিখোঁজের ৩৬ ঘন্টা পর কৃষকের লাশ উদ্ধার

রাজবাড়ী পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বেজপাড়া গ্রামে নিখোঁজের ৩৬ ঘন্টা পর মোঃ নাসির শেখ (৩৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পাংশা থানা পুলিশ। মৃত নাসির শেখ একই গ্রামের মোঃ ওমর আলী শেখের ছেলে। তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি ।

মৃত নাসিরের পিতা ওমর আলী শেখ বলেন গত ২১ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮ টার সময় পার্শ্ববর্তী বিলে মাছ ধরতে যায়। রাত ১০ টার দিকে নাসির যে সমস্ত সরঞ্জাম দিয়ে মাছ ধরতে গিয়ে ছিল সেগুলা ঘরের পিছনে পুকুরের চালায় পড়ে আছে কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। পরের দিন সকালেও ফিরে না আসলে পরে সকাল দশটার দিকে থানায় বিষয়টি জানালে পুলিশ ও স্থানীয় লোকজন সারাদিন খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।পরে আজ সকাল ৯ টার দিকে পাংশা থানা পুলিশ পার্শ্ববর্তী একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করি। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here