Monday, December 30, 2024

নিজ অর্থায়নে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করলেন জাহানারা খাতুন

উজ্জল হোসেন, পাংশা : নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে অর্থ জমিয়ে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে এলাকাবাসীর জন্য মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করে নিজের স্বপ্ন পূরণ করেছেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের দুশুনদিয়া গ্রামের নারী উদ্যোক্তা মোছাঃ জাহানারা খাতুন।

শুক্রবার জুম্মার নামাজের আগে মহরম আব্দুল জলিল বায়তুল নূর জামে মসজিদ ও মাদ্রাসা উদ্বোধন করেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, নারী উদ্যোক্তা মোছাঃ জাহানারা খাতুন, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সিসিলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এ সময় জাহানারা খাতুন বলেন, যখন থেকে আমি ব্যবসা শুরু করি তখন থেকে আমি নিয়ত করি একটি মসজিদ নির্মাণ করব।

তখন থেকে তিল তিল করে সঞ্চয় জমা করে আমার জন্য গয়নাগাটি জমিয়ে ছিলাম সেই স্বর্ণ গুলো বিক্রি করে ও আমার দুটি বাড়ি আছে সেখান থেকেও কিছু ভাড়া আসে ।সেই বাড়ি দুটির দেড় বছরের ভাড়া দিয়ে এই মসজিদটি নির্মাণ করেছি। এছাড়াও আমার পরিবারের সবাই আমাকে সহযোগিতা করেছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here