Saturday, December 28, 2024

নিরবতায় ভালবাসা – তাহমিনা মুন্নী

নিরবতায় ভালবাসা – তাহমিনা মুন্নী

নিরবতার মাঝে যদি

হৃদয়ের কোঠা হতে

সঞ্চিত ভালোবাসা মুছে

ফেলতে চাও

তবে তাই হোক।

নিরবতার মাঝে যদি

সকল স্মৃতি ভুলে

অন্তরের সুখ খুঁজে পেতে চাও

তবে তাই হোক।

ভাল থাকার পথ

প্রসারিত করতেই

যদি এত সব আয়োজন

তবে তুমিও ভাল থেকো!

আমিতো চাইনি

আমার ভালবাসার বাগানে

কোন প্রলয় ঝড় আসুক

নিমিষেই দলিত মথিত হয়ে

যাক সাজানো স্বপ্ন

আমিতো চাইনি আমার

ভালবাসার বাগানে

কোন আগাছার বৃথা আস্ফালন

আমিতো চেয়েছিলাম ————–

আমার কাঙ্খিত ভালোবাসার বাগানে

জুৃঁই চামেলি চম্পা কলি ও

নাম না জানা হাজারো ফুলের সৌরভে

ভরপুর হয়ে উঠুক।

গ্রন্হ– কবিতায় ভালবাসা

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here