রাজবাড়ী জেলা প্রশাসনের অভিযানে নিরাপদ খাদ্য নিশ্চিতকরনে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯এর সংশ্লিষ্ট ধারায় দুই বেকারীকে জরিমানা করা হয়েছে।অভিযানে জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে বাপ্পী বাপ্পারাজ বাধন বেকারীকে ৫হাজার টাকা ও রানা রানী মুসলীম বেকারীকে ৫হাজার টাকা জরিমানা করেন রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান।
এ সময় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে ১৯৫৬ এর সংশ্লিষ্ট ধারায় শেখ ট্রেডার্সকে ৫শত টাকা ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর সংশ্লিষ্ট ধারায় একজনকে এক হাজার টাকা সহ মোট ১১ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। এ সময় জনগনকে সরকারী আইন মানা ও স্বাস্থ্য বিধি পালনে জনগনকে নির্দেশ দেওয়া হয়।
রাজবাড়ী সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক, বালিয়াকান্দি থানা পুলিশ অভিযানে সহায়তা করেন।