Monday, December 23, 2024

নির্বাচনী আচরণবিধি মেনে প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ সফর

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী আচরণবিধি মেনে তার নিজ জেলা গোপালগঞ্জে দুদিনের ব্যক্তিগত সফর করেছেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে প্রধানমন্ত্রী তার নিজ জেলার টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া সফর করেছেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বৃহস্পতিবার বিকেলে ব্যক্তিগত গাড়িতে করে গোপালগঞ্জ যান।
বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় পৌঁছার পরপরই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন।

আজ বিকেলে তিনি বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্টের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সমাধিতে দোয়া ও ফাতেহা পাঠ করেন।
পরে তিনি বঙ্গবন্ধুর সমাধি থেকে হেঁটে টুঙ্গিপাড়ায় নিজ বাসভবনে যান।

 

সূত্রঃ ৮ ডিসেম্বর, ২০২৩ (বাসস)

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here