Friday, December 27, 2024

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকার-৪ জেলের দণ্ড ,২০হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ, বাজারজাতকরন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময় নিষিদ্ধ।
এ কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসনের অভিযানে  ১২ অক্টোবর  (মঙ্গলবার) বেলা বেলা ১১ টা থেকে বিকেল ৮ টা   পর্যন্ত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার অন্তর্গত পদ্মা নদীতে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২১’ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ।
গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম ও শৃংখলায় গোয়ালন্দ নৌ পুলিশের অভিযানে সহায়তা করেন।
এ সময়  মাছ আহরণ করার অপরাধে চার জন জেলের প্রত্যেককে ১৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং   ২০,০০০ মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয় । এ সময় জেলেদের কাছ থেকে  উদ্ধারকৃত আনুমানিক ৩ কেজি ইলিশ মাছ স্থানীয় গরীব মানুষের মধ্যে বিতরন করা হয়।
অভিযানের মাধ্যমে মা ইলিশ রক্ষায় আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে। সরকারি নির্দেশ অমান্য করে মৎস্য আহরণকারী সকল প্রকার নৌকা, ট্রলার ও জাল বাজেয়াপ্ত করা হবে ও  জনস্বার্থে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here