Monday, January 27, 2025

ট্রাক মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্য সহ তিনজন নিহত

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীতে ট্রাক ও মাহেন্দ্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে সদর উপজেলার কল্যাণপুর এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার হরিহরপুর গ্রামের জিলাল প্রামাণিকের ছেলে সেনা সদস্য মমিন প্রামাণিক (২৪), গোয়ালন্দ উপজেলার উজানচর এলাকার আব্দুর রশিদের ছেলে মাহেন্দ্রা চালক সুজন (৩৫) ও ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামের জালাল শেখের ছেলে সাইফুল শেখ (২০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোয়ালন্দমোড় থেকে রাজবাড়ীগামী একটি ট্রাক কল্যাণপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রা’র সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রা গাড়ির চালকসহ দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here