Sunday, November 17, 2024

পদ্মলোচন ঠাকুরের ২৯০ তম তিরোধান

এস,এম রাহাত হোসেন ফারুক : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া হরি পদ্মলোচন ঠাকুরের ২৯০ তম তিরোধান তিথি স্মরণে গঙ্গাস্নান , মহানাযজ্ঞ ও ১০ দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারী) ভোর থেকে জামালপুর হরিঠাকুর অঙ্গনে অত্র এলাকার ভক্তবৃন্দের আয়োজনে গঙ্গাস্নান শুরু হয়। গঙ্গাস্নানে ভোর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগোম ঘটে।

ঠাকুর বাড়ির দিঘিতে ফুল-দূর্বা-বেলাপাতা দিয়ে গঙ্গাস্নান করেন ভক্তবৃন্দু, এবং সন্ধ্যা পর্যন্ত গঙ্গাস্নান চলবে। রবিবার ভোর থেকে অরুণোদয় ৩২ প্রহর ব্যাপীী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হবে। এ অনুষ্ঠান উপলক্ষে হরিঠাকুর অঙ্গনে ১০ দিনব্যাপী মেলা বসছে।

গঙ্গাস্নান কমিটি সভাপতি পরিমল কুমার বিশ্বাস ও সাধারন সম্পাদক শ্যামল কুমার বিশ্বাস জানায়, প্রতি বছরের ন্যায় এবারে নলিয়া শ্রী শ্রী পদ্মলোচন ঠাকুরের তীরধান উপলক্ষ্যে গঙ্গাস্না , মহানামজ ও মেলার আয়োজন করা হয়েছে আশা রাখি সকলের সহযোগীতায় শান্তিপূর্ণ ভাবে শেষ হবে।’

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here