মোজাম্মেল হক লালটু, গোয়ালন্দ: পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়লো বিশাল এক বাঘাইড় মাছ।মাছটির ওজন ২ ৭ কেজি ।
শনিবার (১৭ জুন) দুপুরে ৭ নং ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে জাল ফেলে মাছটি ধরেন জেলে নিমাই। মাছটি দৌলতদিয়া ৬নং ফেরি ঘাটে কেসমতের আড়ৎ নিয়ে আসলে উন্মুক্ত ডাকের মাধ্যমে স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ১৪ শত টাকা কেজি দরে মোট ৩৭হাজার ৮শত টাকা দিয়ে কিনে নিয়ে মোবাইলের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করছে মাছটি বিক্রি করার জন্য।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো.শাহরিয়ারজ্জামান সাবু বলেন, পদ্মা নদীতে জেলেদের জালে মাঝে মধ্যে বড় বড় মাছ ধরা পড়ে। এই বড় মাছ গুলো খেতে খুবী সুস্বাদু হয়ে থাকে।