Monday, January 27, 2025

পদ্মার এক ইলিশের দাম সাড়ে ৯ হাজার টাকা

মোজাম্মেল হক লালটু, গোয়ালন্দ: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নং ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়লো বিশাল একটি ইলিশ মাছ। মাছটির ওজন ২ কেজি ৫০০গ্রাম। মাছটি বিক্রি হয়েছে সাড়ে ৯ হাজার টাকা।

শনিবার১৩ মে সকালে পদ্মা নদীতে জাল ফেলে বিশাল একটি ইলিশ ধরে জেলে জাহাঙ্গীর। তখন স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাজাহাকে ফোন করে বলেন আমার জালে আড়াই কেজি ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়েছে। আপনি নিতে পারেন। সে সময় মৎস্য ব্যবসায়ী শাজাহান নদীর পাড়ে গিয়ে নৌকা থেকে ৩ হাজার ৬০০ শত টাকা কেজি দরে মোট ৯ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেয়। পরে ঢাকার এক ব্যবসায়ী নিকট ৩ হাজার ৮ শত টাকা কেজি দরে মোট সাড়ে ৯ হাজার টাকায় বিক্রি করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো.শাহরিয়ারজ্জামান সাবু বলেন, সাধারনত এত বড় ইলিশ মাছ সব সময় পাওয়া যায় না।তবে মাঝে মধ্যে জেলেদের জালে ধরা পড়ে। এত বড় ইলিশ মাছ খেতে খুবী সুস্বাদু। এত বড় ইলিশ মাছ জেলেদের জালে ধরা পরায় জেলেরা উপকারিত হচ্ছেন ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here