মোজাম্মেলহক লালটু, গোয়ালন্দ : পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়লো বড় একটি রুপালী ইলিশ মাছ। মাছটির ওজন ১ কেজি ৯ শত গ্রাম। মাছটি বিক্রি হয়েছে ৬ হাজার ৪ শত ৬০ টাকায়।
বুধবার (২৯ মার্চ) সকালে জেলে জমির ও মমিন মাছটি দৌলতদিয়া বাজারে রওসন মোল্লার আড়ৎ নিয়ে আসলে। সে সময় উন্মুক্ত ডাকের মাধ্যমে স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ৩ হাজার ২ শত টাকা কেজি দরে মোট ৬ হাজার ৮০ টাকা দিয়ে কিনে নেয়।পরে ঢাকার এক ব্যবসায়ীর নিকট মাছটি ৩ হাজার ৪ শত টাকা কেজি দরে মোট ৬ হাজার ৪৬০ টাকায় বিক্রি করে দেন।
এবিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা শাহারিয়ার জামান সাবু বলেন, পদ্মার বড় ইলিশ মাছের স্বাদ একটু কমে গেছে।কারন নদীতে কারেন্ট নেই তারপরও নদীর গভীরতা কমে গেছে।বড় ইলিশ ধরাতে আমাদেন মৎস্য আইনে বাধা নেই। কিন্তু ১০ ইঞ্চির নিচে হলে মৎস্য আইনে বাধা আছে। সাধারনত পদ্মার এত বড় ইলিশ মাছ সব সময় দেখা যায় না।