মোজাম্মেলহক লালটু, গোয়ালন্দ: রাজবাড়ী গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়লো বিশাল আকৃতির একটি বোয়াল মাছ। মাছটির ওজন ১৯ কেজি ৫০০ গ্রাম।
শনিবার ( ২৯ এপ্রিল) ভোরে রাতে জেলে আক্কাছসহ অন্যন্যরা পদ্মা ও যমুনার নদীর মোহনায় জাল ফেলে মাছটি ধরে।
এরপর সকালে দৌলতদিয়া বাজারে রওশন মোল্লার আড়তে নিয়ে আসলে উন্মুক্ত ডাকের মাধ্যমে স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাজাহান ২ হাজার ৪০০ শত টাকা কেজি দরে মোট ৪৬ হাজার ৮০০ টাকা দিয়ে মাছটি কিনে নেয়। পরে মাছটি ঢাকা এক ব্যবসায়ীর নিকট ২ হাজার ৬০০ শত৫০ টাকা কেজি দরে মোট ৫১ হাজার ৬ শত ৭৫ টাকা বিক্রি করেন।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান জানান, এ বছর নদীতে ইলিশ রক্ষা অভিযান সফল হয়েছে তাই এখন মাঝে মধ্যে এমন বড় মাছ ধরা পড়ছে। এতে স্থানীয় জেলে ও মাছ ব্যাবসায়ীরা লাভবান হচ্ছে।