Wednesday, January 22, 2025

পদ্মার এক বোয়াল মাছের দাম ৩৪ হাজার টাকা

মোজাম্মেলহক, গোয়ালন্দ( রাজবাড়ী):  পদ্মা নদীতে জাল ফেলে বিশাল এক বোয়াল মাছ ধরলো দৌলতদিয়া জেলে আমির হোসেন মাছটির ওজন ১৭ কেজি। মাছটি বিক্রি হয়েছে ৩৪ হাজার টাকায়।

শনিবার ২৮ মে সকালে দৌলতদিয়া পাইপাস সড়কের পাশে দেলোয়ার মৎস্য আড়ৎতে মাছটি নিয়ে আসলে উন্মমুক্ত ডাকের মাধ্যমে ১৯’শ৫০ টাকা কেজি দরে মোট৩৩ হাজর ১’ শ ৫০ টাকা দিয়ে মাছটি কিনি নেয় স্থানীয় মৎস্য ব্যাবসায়ী মো. শাজাহান শেখ। সে সময় বিশাল আকৃতির মাছটি এক নজর দেখতে ভিড় করে উৎসুক জনতারা।
জেলে আমির হোসেন বলেন, অনেক পর এই বড় বোয়াল মাছটি পেয়েছি। সাধারনত এত বোয়াল মাছ নদীতে কমি ধরা পড়ে। তবে মাছটি পেয়ে আমি অনেক খুশি কিছু টাকা দেনা আছি সেই টাকা আজ পরিশোধ করতে পারবো।

মৎস্য ব্যাবসায়ী শাজান পরে মাছটি ঢাকা এক ব্যাবসায়ীর নিটক ২ হাজার টাকা কেজি দরে মোট ৩৪ হাজার টাকায় বিক্রি করেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here