Sunday, December 22, 2024

পদ্মার চিতলের ওজন দশ কেজি

বিশেষ প্রতিনিধি গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর মজলিশপুর এলাকায় জেলে জিন্নাত আলীর জালে দশ কেজি ওজনের একটি চিতল মাছ ধরা পড়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভোরে জিন্নাত আলীর অন্যান্য দিনের মতো মাছ ধরতে যায় এসময় তার জালে বিশাল এই মিঠা পানির চিতলটি ধরা পরে। ওজন পরিমাপ করলে দশ কেজি ১০০ গ্রাম ওজন হয়। পরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নিয়ে স্থানীয় মাছ ব্যবসায়ী শাজাহান শেখের কাছে ১২ হাজার টাকায় বিক্রি করেন তিনি।

মাছটির ক্রেতা শাজাহান শেখ বলেন, পদ্মার এমন আকারের চিতল মাছের প্রচুর চাহিদা রয়েছে। তাই ১২০০ টাকা কেজি দরে মাছটি আমি কিনেছি।

 

rj/srj/glnd

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here