Thursday, January 23, 2025

এক কাতলের দাম ২০হাজার

রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়লো বিশাল এক কাতল মাছ।মাছটির ওজন সাড়ে ১৪ কেজি।
জানা গেছে, মানিকগঞ্জ জেলার হরিরামপুর এলাকার জেলে সালাম হলদারের জালে মাছটি ধরা পড়ে।  মাছটি নদী থেকে নৌকায় করে ৬ নং ফেরি ঘাটের নিয়ে আসলে বিশালাকৃতির মাছটি দেখতে উৎসক জনতা ভির জমায়।

বুধবার (০১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ মাছটি ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ১৯ হাজার ৬,শ টাকায় কিনে নিয়ে। পরে মাছটি ১৪,শ ৫০ টাকা কেজি দরে মোট ২০ হাজার ৩,শ টাকায় মোকছেদ পুর এক ব্যাবসায়ী নিকট বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ  জানান, নদীতে পানি বাড়ার সময় বড় মাছ একটু কম ধরা পড়ে। তবে এখন মাঝেমধ্যেই বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। এসব মাছ জেলেরা দৌলতদিয়া ঘাটসহ বিভিন্নস্থানে বিক্রি করে থাকেন। তবে দৌলতদিয়া ঘাট এলাকার মাছের আড়তদার বা ব্যবসায়ীরাই এসব মাছ বেশি কিনেন। পড়ে তারা দেশের বিভিন্নস্থানে যোগাযোগ করে সামান্য লাভে বড় বড় ব্যবসায়ী বা শিল্পপতিদের কাছে মাছগুলো বিক্রি করেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here