Friday, January 24, 2025

পদ্মার পানি বিপৎসীমার ৪৮ সেন্টিমিটারের উপরে প্রবাহিত

গোয়ালন্দে পাদ্মার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। স্থানীয় সূত্রে জানাগেছে, পদ্মার নদীর পানি বেড়ে নদীর তীরবর্তী দৌলতদিয়া ইউনিয়নের বাহির চর ছাত্তার মেম্বার পাড়া ,আইউদ্দিন বেপারী পাড়া , দুর্গমচর কুশাহাটা, বেপারী পাড়া , যদু মাতুব্বর  পাড়া, হাতেম মন্ডল পাড়া, জয়নাল মন্ডল পাড়া , ইদ্রিস পাড়া, নাছির সরদার পাড়া, মালত পাড়া, লালু মন্ডল পাড়া , দেবগ্রাম, কাউয়ালজানি, মুন্সী পাড়া, মনোউদ্দিন মোল্লার পাড়া,চরকর্ন্যাশনা,কলাবাগান, সিদ্দিক কাজীর পাড়া,দেবিপুর গ্রাম এলাকায় পদমআর পানিতে প্লাবিত হয়েছে।সে সব জায়গায় পায়ে হাঁটা পথসহ বিভিন্ন রাস্তা ঘাট কালভার্ট  বীজের অ্যাপোজ রাস্তা পানিতে তলিয়ে গেছে সেই স্থানে দেখা যায় শিশুরা গোসল করছে মনের আনন্দে।

 

গ্রামের জনগন বাঁশের সাকো কলাগাছের ভেলা ও নৌকা করে যাতায়াত করছেন। উপজেলা পানি উন্নায়ন বোর্ডের গেজ রিডার( পানি পরিমাপক) ছালমা খাতুন বলেন,রবিবার সকাল ৬ টা পর্যন্ত, ২৪ ঘন্টায় পদ্মা নদীর পানি গোয়ালন্দ পয়েন্টে ৭সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪৮ সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here