রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে পরান মাঝি নামে এক জেলের জালে ধরা পরেছে বিশাল আকৃতির মিঠা পানির সুস্বাদু ২২ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ। মাছটি ৩০ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।
জানাগেছে, অন্যান্য দিনের মত শুক্রবার ভোররাতে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে পরান হালদার নদীতে জাল ফেলেন এবং জাল টানার সময় বড় কোন মাছের টান অনুভব করেন। পরে জাল উঠাকে এই বিশাল আকৃতির মাছ দেখে আনন্দিত হন। জালে মাছটি ধরা পড়ে।
পরে মাছটি দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে দুলাল মোল্লার আড়তে বিক্রির জন্য নেওয়া হয়। ফেরিঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ৩০ হাজার ৮০০ টাকায় কিনে নেন।
এ সময় মাছটি এক নজর দেখতে স্থানীয় লোকজন সহ ফেরিঘাটে আসা বিভিন্ন লোকজন আড়তে ভিড় করেন মাছটি এক নজর দেখার জন্য।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মাছটি উন্মুক্ত নিলামে সকাল ৮টার দিকে আড়তে উঠলে আমি ৩০ হাজার ৮০০ টাকায় কিনে নিয়েছি। এখন মাছটি বিক্রির জন্য ঢাকার সহ বিভিন্ন মাছ ব্যবসায়ীর সাথে যোগাযোগ করছি। সামান্য কিছু লাভ পেলে মাছটি ছেড়ে দিব।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, বর্তমানে পদ্মা নদীর মোহনায় এখন জেলেদের জালে বিভিন্ন ধরনের বড় বড় মাছ ধরা পড়ছৈ। তবে এত বড় পাঙ্গাস মাছ খুব বেশি একটা ধরা পড়ে না।