পদ্মা ও যমুনা নদীর মহনায় জেলের জালে আটকা পড়লো ১৩ কেজি ওজনের বিশাল একটি বোয়াল মাছ। মাছটি ২৩ হাজার ৪’শ টাকায় বিক্রি হয়েছে।
শনিবার (১০জুলাই) সকালে মানিকগঞ্জ জেলার হরিরামপুর এলাকার জেলে নিরাঞ্জন হালদারের জালে মাছটি ধরা পড়ে।তিনি হরিরামপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, জেলে নিরাঞ্জন শনিবার সকাল ৮ টার দিকে নৌকায় করে মাছটি দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটে নিয়ে আসলে নৌকা থেকে মাছটি ১ হাজার ৭ শত টাকা কেজি দরে মাছটি কিনে নেয় স্থানীয় মৎস্য ব্যবসায়ী সম্রাট শাজাহান।এ সময় বিশাল মাছটি দেখতে সেখানে উৎসুক জনতা ভিড় জমায়। পরে মাছটি ১ হাজার ৮’শ টাকা কেজি দরে ঢাকার একগাড়ী ব্যবসায়ীর নিকট মাছটি বিক্রি করেন।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী সম্রাট শাজান দৈনিক ইনকিলাব কে জানান,। এখন নদীতে নতুন পানি বৃদ্ধি পাচ্ছে সে কারনে জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়ছে।
এত বড় বোয়াল মাছ সব সময় নদীতে পাওয়া যায় না। তবে মাঝ মধ্যে দুই একটি বড় বোয়াল মাছ পাওয়া যায়