Sunday, December 22, 2024

পদ্মায় ধরা পড়লো বিলুপ্তির হুমকিতে থাকা ঢাই মাছ

মোজাম্মেল হক গোয়ালন্দঃ রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নং ঘাটের অদূরে পদ্মা-যমুনা নদীর মোহনায় জেলের জালে ধরা পড়লো দেশ থেকে প্রায় বিলুপ্তির হুমকিতে থাকা ৮ কেজি ওজনের ঢাই মাছ। মাছটি বিক্রি হয়েছে ২০ হাজার ৮শত টাকা।

মঙ্গলবার ভোর রাতে পদ্মা নদীতে স্বদেব হলদার জাল ফেলে ঢাই মাছটি ধরেন। সকালে দৌলতদিয়া বাজারে দুলাল মন্ডলের মৎস্য আড়ৎতে নিয়ে আসলে উম্মুক্ত ডাকের মাধামে স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাজাহান মাছটি ২৫শত টাকা কেজি দরে মোট ২০ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেয়। সে সময় ঢাই মাছটি এক নজর দেখার জন্য ইৎসুক জনতারা ভির জমায়।
পরে মাছটি ঢাকার এক ব্যবসায়ীর নিকট ২৬ শত টাকা কেজি দরে মোট ২০ হাজার ৮শত টাকায় মাছটি বিক্রি করেন।
গোয়ালন্দ উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, এই মাছ গুলো সচর আচর পাওয়া যায় না। ঢাই মাছ অনেক দামী মাছ।এত বড় ঢাই খেতে খুবই সুস্বাদু।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here