মোজাম্মেল হক গোয়ালন্দ: পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়লো বিশাল এক বাঘাইড় মাছ। মাছটির ওজন ২৫ কেজি। মাছটি বিক্রির জন্য ফেরির পন্টুনের সাথে রশি দিয়ে নদীতে বেধে রাখা হয়েছে।
বৃহপ্রতিবার ভোরে ৭ নং ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে ফ্যাশন জাল ফেলে সোনাই হলদার ২৫ কেজি ওজনের বিশাল একটি বাঘাইড় মাছ ধরেন। সকালে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে আনো খাঁন এর মৎস্য আড়ৎতে নিয়ে আসলে উম্মুক্ত ডাকের মাধ্যমে ১৩ শত টাকা কেজি দরে মোট ৩২ হাজার ৫ শত টাকা দিয়ে কিনে নেয় স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা। সে সময় এক নজর মাছটি দেখতে স্থানীয় জনগন ভিড় জমায়।
মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মাছটির ওজন ২৫ কেজি। মাছটি ১৩ শত টাকা কেজি দরে মোট ৩২ হাজার ৫ শত টাকা দিয়ে কিনে নিয়ে ৫ নং ফেরি ঘাটের পন্টুনের সাথে রশি দিয়ে নদীতে বেধে রেখেছি মাছটি তাজা রাখার জন্য। দেশের বিভিন্ন স্থানে মুঠো ফোনে যোগাযোগ করা হচ্ছে মাছটি বিক্রির জন্য।