রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নং ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতেএক জেলের দুই হাজার ফিট লম্বা বেড়জালে ধরা পড়েছে বিশাল দুই কাতল মাছ একটির ওজন১৭ কেজি আর একটির ওজন১৪ কেজি । মাছ দুটি বিক্রি হয়েছে ৪১ হাজার ৮৫০ টাকায়।
জানাগেছে, দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার জেলে হজো চালাক হলদার পদ্মা নদীতে জাল ফেলে জালটি নদীর স্রোতের ভাটিয়ে কলা বাগান এলাকায় গেলে তখন জালগুলো টেনে উঠালে তার জালে ধরা পড়ে বিশালকৃতির দুটি কাতল মাছ। মাছ দুটি বিক্রি জন্য দৌলতদিয়া বাজারে দুলাল মন্ডলের আড়ৎতে নিয়ে আসলে । স্থানীয় মৎস্য ব্যাবসায়ী শাজাহান ১ হাজার ৩’ শ টাকা কেজি দরে মোট ৪০হাজার ৩০০’ শ টাকা দিয়ে মাছ দুটি কিনে নেয়। সে সময় বিশাল মাছ দুটি দেখতে উৎসক জনতারা ভির জমায়।
পরে সম্রাট শাজাহান ১ হাজার ৩ ‘ শ ৫০ টাকা কেজি দরে মোট ৪১হাজার ৮৫০ শ টাকায় ঢাকা মিরপুর এক ব্যাবসায়ীর নিকট মাছ দুটি বিক্রি করেন।