Saturday, November 9, 2024

পদ্মায় নৌকাডুবে ভেসে যাওয়া তিন কৃষকে উদ্ধার করলো পুলিশ 

রাজবাড়ীর সদর উপজেলার বরাট ইউনিয়নের অন্তর মোড় থেকে পদ্মা নদীতে নৌকা ডুবে ভেসে যাওয়ার পর প্রায় ৭ কিলোমিটার দূরে দৌলতদিয়া ঘাট পরবর্তী মজলিশপুর থেকে ৩ কৃষককে উদ্ধার করেছে গোয়ালন্দ থানা পুলিশ। মঙ্গবার (৩১ আগস্ট) দুপুরে পদ্মা নদী থেকে তিন কৃষকে উদ্বার করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
উদ্ধারকৃত কৃষকরা হলেন ইউনিয়নের অন্তর মোড় গ্রামের মৃত বশির উদ্দিন মন্ডলের ছেলে মহিরুউদ্দিন (৫১), বরাট আসরন্দ গ্রামের মৃত গোলাপ খাঁন ছেলে আব্দুল লতিফ খাঁন ৭৫ ও একই এলাকার শাহাজদ্দিন শেখের ছেলে রুমজান(৬৫)।
উদ্ধারকৃতরা বলেন, অন্তর মোড় পদ্মার চর কুশাহাটা পাড় থেকে ঘাস কেটে নৌকায় নিয়ে আসার সময় মাঝ নদীতে আসলে আমাদের নৌকা ডুবে যায়। নদীতে প্রবল স্রোত থাকায় আমরা তিরে ভিরতে পারি নাই। পরে কেটে আনা ঘাসের উপর ভর করে ভাসতে থাকি আর উদ্ধার করার জন্য আর্তনাদ করতে থাকি। পরে দৌলতদিয়া ফেরি ঘাট পার হয়ে মজলিশপুর সোজাসুজি একটি বালির ট্রলার থানা পুলিশের সহযোগিতায় আমাদেরকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসে।
এ বিষয়ে গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, আমাদের একটি টিম ঘাঁটেই ছিল তাদেরকে ভেসে যেতে দেখতে পেয়ে স্থানীয় একটি বালির ট্রলার নিয়ে দ্রুত গতিতে ছুটে গিয়ে তাদেরকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। পরে তাদেরকে থানা পুলিশের হেফাজতে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here