Tuesday, December 24, 2024

পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুল ছাত্র

মোজাম্মেল হক লালটু, গোয়ালন্দ: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মরা পদ্মা নদীতে গোসল করতে গিয়ে রবিন শেখ (১২) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে।

নিখোঁজ শিশুটি উপজেলার কাইমদ্দিন মোল্লা পাড়ার রফিক শেখের ছেলে।সে দৌলতদিয়া বড় সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ ম শ্রেণীর ছাত্র। মঙ্গলবার (২০ জুন) সাড়ে ৯ টার দিকে ক্যানাল ঘাট এলাকায় মরা পদ্মা নদীতে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান,সকালে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায় শিশুটি। তার সাথে থাকা অন্য শিশুরা চিৎকার করলে আশ পাশের লোকজন এগিয়ে এসে পানিতে নেমে অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে নদীতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ডু্ুবুরিকে খবর দিয়েছে।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুল রহমান বলেন, আমরা সকাল সাড়ে ১০ টা থেকে নদীতে খোঁজাখুঁজি করছি।আমাদের সাথে মানিকগঞ্জ পাটুরিয়া ঘাটে ডুবুরি দল এক যুগে কাজ করে যাচ্ছে। এখনো শিশুটির কোন খোজঁ মিলছে না। আমারা সন্ধা লাগাত অভিযান করবো যদি না মিলে আগামীকাল সকালে আবার নদীতে খোঁজাখুঁজি কবরো।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here